সারাদেশে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মিসভার সিদ্ধান্ত - NewBDzonn

Breaking

Home Top Ad

Responsive Ad Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, September 22, 2024

সারাদেশে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মিসভার সিদ্ধান্ত

স্বাধীনতার মূল চেতনা- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের নতুন পথযাত্রায় দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে সারাদেশে জেলাভিত্তিক দিকনির্দেশনামূলক যৌথ কর্মিসভার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে এ যৌথ কর্মিসভা শুরু হবে।

নিচে যৌথসভার দায়িত্বপ্রাপ্ত বিভাগভিত্তিক টিমসমূহ উল্লেখ করা হলো-

বরিশাল বিভাগ, খুলনা বিভাগ ও ফরিদপুর বিভাগ

আবদুল মোনায়েম মুন্না (সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল), নাছির উদ্দীন নাছির (সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল), নাজমুল হাসান (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল)।

সিলেট বিভাগ, কুমিল্লা বিভাগ ও রাজশাহী বিভাগ

রাজীব আহসান (সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল), রাকিবুল ইসলাম রাকিব (সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল), রেজাউল করিম পল (সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল)।

চট্টগ্রাম বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও রংপুর বিভাগ

এস এম জিলানী (সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল), ইয়াছিন আলী (সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল), মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন (সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল) আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া (সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল)।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথভাবে এ কর্মসূচি ঘোষণা করেন। উক্ত যৌথ কর্মিসভা প্রতিটি জেলায় অনুষ্ঠিত হবে। প্রতিটি জেলার কর্মিসভার তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages