ফাইনালে লাহোর, রিশাদের ৩ উইকেট - NewBDzonn

Breaking

Home Top Ad

Responsive Ad Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, May 23, 2025

ফাইনালে লাহোর, রিশাদের ৩ উইকেট

 


লাহোর কালান্দার্সের ম্যাচে মেহেদী হাসান মিরাজ আজও ছিলেন দর্শকের ভূমিকায়। সাকিব আল হাসানের সঙ্গে আজ রিশাদ হোসেনকেও একাদশে রাখে লাহোর। তাঁর ওপর আস্থার প্রতিদান রিশাদ দারুণভাবেই দিয়েছেন। দ্বিতীয় কোয়ালিফায়ারে সাকিব যখন ব্যাট ও বল হাতে ব্যর্থ, লাহোরকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছেন রিশাদ।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ২০২ রান তোলে লাহোর। রান তাড়া করতে নেমে শাহিন আফ্রিদি, সালমান মির্জার গতি আর রিশাদের ঘূর্ণিতে দিশেহারা ইসলামাবাদ ইউনাইটেডের ব্যাটসম্যানরা খুব বেশি দূর যেতে পারেনি। ১৫.১ ওভারে ১০৭ রানে অলআউট হয় ইসলামাবাদ। ম্যাচটি হেরেছে তারা ৯৫ রানে। শাহিন, সালমান ও রিশাদের তিনজনই নিয়েছেন তিনটি করে উইকেট।



ইসলামাবাদের ইনিংসে প্রথম আঘাত হানেন শাহিন আফ্রিদি। ইনিংসের প্রথম ওভারেই পাকিস্তানি পেসার তুলে নেন মোহাম্মদ শেহজাদকে। পরের ওভারে সালমান ফেরান শাহিবজাদা ফারহানকে। এরপর দ্রুতই র‌্যাসি ফন ডার ডুসেন ও ইমাদ ওয়াসিমকে ফিরিয়ে ইসলামাবাদকে কোণঠাসা করে দিন সালমান। ৩ উইকেট নিতে ১৬ রান দিয়েছেন তিনি।

সালমানের পর ইসলামাবাদের ইনিংস ধসিয়ে দেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ। ৩৩ রানে ৪ উইকেট হারানোর পর ইসলামাবাদের ইনিংস গড়ছিলেন সালমান আগা ও শাদাব খান। ১৬ রানের মধ্যে দুজনকেই ফেরান রিশাদ। এরপর জিমি নিশামকেও আউট করে লাহোরকে জয়ের প্রান্তে নিয়ে যান তিনি। ৩ উইকেট নিতে রিশাদ দিয়েছেন ৩৪ রান।

সালমান-রিশাদের পর বাকি কাজটুকু করেন আফ্রিদি। ইসলামাবাদের শেষ দুটি উইকেট নেন পাকিস্তানি পেসার। সব মিলিয়ে ৩ উইকেট নিতে তিনি দিয়েছেন মাত্র ৩ রান।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages