শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’।
ছবিটি মুক্তির আগেই দেখা যাচ্ছে একের পর এক চমক। প্রথমে ছবিটির পোস্টার, এরপর টিজার। এখন আরও এক চমক হাজির! ছবিটির অফিসিয়াল আইটেম সং-এর ঝলক প্রকাশ্যে। যেখানে এক হিন্দি গানে ফুটে উঠল শাকিব-সোনালের রসায়ন।
শুক্রবার দুপুরে টাইগার মিডিয়া নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ‘দরদ’ ছবির আইটেম গান ‘জিসম সে তেরে’-এর ঝলক প্রকাশ করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যমে একটি গানটির একটি পোস্টার শেয়ার করেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। পোস্টারটি শেয়ার করার একদিন পরেই চলে আসল গানটির ট্রেলার।
‘জিসম সে তেরে’ গানের ৪৫ সেকেন্ড দৈর্ঘ্যের সেই টিজারে জমে ওঠে শাকিব খান ও সোনাল চৌহানের রোমান্স। শেষে জানিয়ে দেওয়া হয়, ‘দুলু মিয়া ইজ কামিং’।
No comments:
Post a Comment