টেস্টে সেঞ্চুরির ‘ডাবল সেঞ্চুরি’ দেখে ফেলল - NewBDzonn

Breaking

Home Top Ad

Responsive Ad Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, September 22, 2024

টেস্টে সেঞ্চুরির ‘ডাবল সেঞ্চুরি’ দেখে ফেলল

অস্ত্রোপচার হয়েছে সাকিবের আঙুলে? তাহলে তামিমের একটা প্রশ্ন আছে                


 

না ঋষভ পন্ত—কে আগে সেঞ্চুরি পাবেন, এ প্রশ্ন নিয়ে শুরু হয়েছিল চেন্নাই টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা। গিলকে পেছনে ফেলে সেই দৌড়ে প্রথম হয়েছেন পন্ত, তবে তাতে একটি মাইলফলকে নিজের নাম লেখানোর সুযোগ হারিয়েছেন ভারতের এই উইকেটকিপার–ব্যাটসম্যান। পন্ত আগে সেঞ্চুরি পেয়ে যাওয়াতেই যে টেস্টে বাংলাদেশের বিপক্ষে ২০০তম সেঞ্চুরিটির মালিক হয়ে গেছেন গিল।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট সেঞ্চুরিটি জিম্বাবুয়ের গাই হুইটালের

টেস্টে বাংলাদেশের বিপক্ষে প্রথম সেঞ্চুরিটি করেছিলেন গাই হুইটাল। ২০০১ সালে বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের প্রথম টেস্টে বুলাওয়েতে সেই সেঞ্চুরি করেন জিম্বাবুইয়ান ওপেনার হুইটাল।

১১ বছর পর চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে শততম টেস্ট সেঞ্চুরি করেন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ হাফিজ। ১৩ বছর পর বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির ডাবল সেঞ্চুরি হলো গিলের ব্যাটে।

টেস্ট ক্রিকেটে নবম দল হিসেবে বাংলাদেশের বিপক্ষে ২০০ সেঞ্চুরি হলো। জিম্বাবুয়ে এবং টেস্ট ক্রিকেটের নবীনতম দুই সদস্য আয়ারল্যান্ড ও আফগানিস্তান ছাড়া সব দলের বিপক্ষেই তা হয়েছে। তবে বাংলাদেশের বিপক্ষেই সবচেয়ে কম টেস্টে ২০০ সেঞ্চুরি হলো।

বাংলাদেশের বিপক্ষে ২০০তম সেঞ্চুরিটি হলো ১৪৫তম টেস্টে। যেখানে এর আগে কোনো দলের ২০০ সেঞ্চুরির ভুক্তভোগী হতে সবচেয়ে কম টেস্ট খেলার রেকর্ড ছিল ২০৮, তা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। শুধু ম্যাচের হিসাবেই নয়, সময়ের হিসাবেও বাংলাদেশ অনাকাঙ্ক্ষিত এই রেকর্ডে দ্রুততম। টেস্ট অভিষেকের ২৪ বছর হওয়ার আগেই ‘২০০’ দেখে ফেলল বাংলাদেশ। আগের রেকর্ডটা ছিল শ্রীলঙ্কার। টেস্ট অভিষেকের ৩০ বছর পর ২০১২ সালে নিজেদের খেলা ২১৭তম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২০০তম টেস্ট সেঞ্চুরি হয়েছিল।

টেস্টে ২০০ বার প্রতিপক্ষকে  সেঞ্চুরির এমন উদ্‌যাপন করতে দেখেছে বাংলাদেশ

কত টেস্টে কোন দলের বিপক্ষে ২০০তম সেঞ্চুরি

ম্যাচদলসালসময়
১৪৫বাংলাদেশ২০২৪২৪ বছর
২০৮উইন্ডিজ১৯৮১৫৩ বছর
২১৪ভারত১৯৯৩৫১ বছর
২১৭শ্রীলঙ্কা২০১২৩০ বছর
২২০নিউজিল্যান্ড১৯৯৩৬৩ বছর
২৫৭পাকিস্তান১৯৯৯৪৭ বছর
২৬৩দ. আফ্রিকা২০০২১১৩ বছর
২৮৯অস্ট্রেলিয়া১৯৬৬৮৯ বছর
২৯০ইংল্যান্ড১৯৫১৭৪ বছর

টেস্টে ইংল্যান্ডের বিপক্ষেই সবার আগে ২০০ সেঞ্চুরি হয়েছে, সেটি ১৯৫১ সালে। টেস্টে সবচেয়ে বেশি, ৮৭২টি সেঞ্চুরিও হয়েছে ইংল্যান্ডের বিপক্ষেই। ইংল্যান্ড অবশ্য সবচেয়ে বেশি ১০৭৭টি টেস্টও খেলেছে। ৮৬৬ ম্যাচ খেলে অনেকটা পেছনে থেকেই যেখানে দুইয়ে অস্ট্রেলিয়া। টেস্টের মতো প্রতিপক্ষের সেঞ্চুরিতেও দুইয়ে অস্ট্রেলীয়রা—৬৪২।

টেস্টে কোন দলের বিপক্ষে কত সেঞ্চুরি

সেঞ্চুরিদলম্যাচ
৮৭২ইংল্যান্ড১০৭৭
৬৪২অস্ট্রেলিয়া৮৬৬
৫৫০ভারত৫৮০
৫৩২উইন্ডিজ৫৮০
৪৫৮নিউজিল্যান্ড৪৭১
৩৮৭পাকিস্তান৪৫৮
৩৬৫দ. আফ্রিকা৪৬৬
৩২২শ্রীলঙ্কা৩২০
২০০বাংলাদেশ১৪৫
১২৪জিম্বাবুয়ে১১৮
১১আয়ারল্যান্ড
১০আফগানিস্তান

সাকিব যেভাবে মালিঙ্গা হলেন কোহলির কাছে
৪৯
বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। ৪৯টি সেঞ্চুরি করেছেন লঙ্কানরা। ২৫ সেঞ্চুরি করে দুইয়ে ভারত ও পাকিস্তান।
বাংলাদেশের বিপক্ষে টেস্টে সবচয়ে বেশি সেঞ্চুরি শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার
#বাংলাদেশের বিপক্ষে টেস্টে সবচয়ে বেশি সেঞ্চুরি শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার
#

টেস্টে বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরি শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার। দ্বিতীয় সর্বোচ্চ ৫টি সেঞ্চুরি আছে শচীন টেন্ডুলকার, ব্রেন্ডন টেলর, দিনেশ চান্ডিমাল ও মাহেলা জয়াবর্ধনের।
১১৬
বাংলাদেশের বিপক্ষে টেস্টে সেঞ্চুরি পাওয়া ব্যাটসম্যানের সংখ্যা।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages