গণহত্যার বিচার শুরু হলে অনেক দ্বিধা, অনেক প্রশ্ন দূর হবে: আসিফ নজরুল - NewBDzonn

Breaking

Home Top Ad

Responsive Ad Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, October 11, 2024

গণহত্যার বিচার শুরু হলে অনেক দ্বিধা, অনেক প্রশ্ন দূর হবে: আসিফ নজরুল

ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার প্রচুর আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। 
তিনি বলেন, ‘আমরা যখন জুলাই–আগস্ট মাসের পৈশাচিক গণহত্যার বিচার অচিরেই শুরু করব, তখন দেখবেন, আমাদের অনেক দ্বিধা, অনেক প্রশ্ন দূর হয়ে যাবে।’
আজ শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ পৌর শহরের শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বর্তমান সরকার ন্যায়বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর উল্লেখ করে উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, ‘সপ্তাহখানেকের মধ্যেই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল (আইসিটি) গঠিত হয়ে যাবে। এর কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমাদের প্রসিকিউশন টিম গঠিত হয়েছে প্রায় এক মাস হয়ে গেছে। আমাদের ইনভেস্টিগেশন টিম গঠিত হয়েছে দুই সপ্তাহ হয়ে গেছে।’
আসিফ নজরুল বলেন, ‘এই দেশে আমরা কেউ সংখ্যালঘু নই, কেউ সংখ্যাগরিষ্ঠ নই। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমরা সবাই বাংলাদেশে সমান মর্যাদা, সমান অধিকার ভোগ করে থাকব। সবাই সবার ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করব। সবাই শান্তি ও সুখে থাকব।’
এর আগে শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া পূজামণ্ডপে সনাতন ধর্মালম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন আসিফ নজরুল। তিনি হিন্দু ধর্মালম্বীদের উদ্দেশে বলেন, ‘আপনারা কখনো কোনো দিন কোনো রাজনৈতিক দলের ফাঁদে পা দেবেন না। আপনারা বাংলাদেশের মানুষ, আপনারা স্বাধীনভাবে চলবেন। আপনাদের নিয়ে খেলা তো কোনো দলই কম করেনি। আমরা এই সরকারে আসার পর আমাদের কাছে মনে হয়েছে, এটা যথেষ্ট হয়েছে। আপনারা কখনো বিপন্ন বোধ করবেন না, অসহায় বোধ করবেন না। আমাদের সরকারের পক্ষ থেকে যতটুকু করার, প্রধান উপদেষ্টার নেতৃত্বে এবং বৈষম্যবিরোধী ছাত্র–জনতা আছে, তাদের সমর্থনে, তাদের আগ্রহে যতটুকু করা যায় আমরা করব।’
আজ দুপুর ১২টার দিকে জেলার শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র কাছারিবাড়ি পরিদর্শন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ নজরুল। পরে মতবিনিময় সভায় যোগ দেন। শেষে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী চলন বিল ঘুরে দেখেন তিনি।
সভায় সিরাজগঞ্জের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) তোফাজ্জল হোসেন, পুলিশ সুপার (এসপি) ফারুক হোসেন, সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন, সিরাজগঞ্জ জেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি সন্তোষ কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages