সাতক্ষীরায় মোদির উপহার দেওয়া স্বর্ণমুকুট চুরির ঘটনায় ভারতীয় হাইকমিশনের উদ্বেগ - NewBDzonn

Breaking

Home Top Ad

Responsive Ad Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, October 11, 2024

সাতক্ষীরায় মোদির উপহার দেওয়া স্বর্ণমুকুট চুরির ঘটনায় ভারতীয় হাইকমিশনের উদ্বেগ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যশোরেশ্বরী কালীমন্দির থেকে প্রতিমার মাথার স্বর্ণের মুকুট চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। 

আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এমন প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।
২০২১ সালের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শনে গিয়ে কালীপ্রতিমার মাথায় স্বর্ণের মুকুটটি পরিয়ে দিয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে মুকুটটি চুরি হয়ে যায়। এখনো সেটি উদ্ধার করা সম্ভব হয়নি।
মুকুট চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশের পাশাপাশি এক্সে ভারতীয় হাইকমিশন বলেছে, মোদির উপহার দেওয়া মুকুট চুরির বিষয়টি তাদের নজরে এসেছে। সেটি উদ্ধার এবং চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে তারা।
===========================================
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যশোরেশ্বরী কালীমন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপহার হিসেবে দেওয়া প্রতিমার মাথার স্বর্ণের মুকুটটি চুরি হয়ে গেছে। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে অবস্থিত মন্দিরে এ ঘটনা ঘটে।
মন্দিরের পুরোহিত দিলীপ কুমার মুখার্জি প্রথম আলোকে বলেন, আজ বেলা দুইটার দিকে মন্দিরে পূজা শেষ করে তিনি বাড়িতে যান। তিনি চলে যাওয়ার কিছুক্ষণ পর মন্দিরের পরিচ্ছন্নতাকর্মীরা পরিচ্ছন্নতার জন্য মন্দিরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর তাঁরা জানান, মন্দিরের ঠাকুরের মাথায় মুকুটটি নেই।
দিলীপ কুমার মুখার্জি জানান, ২০২১ সালের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শ্যামনগরের যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শনে যান। যশোরেশ্বরী মন্দিরটি সনাতন ধর্মাবলম্বীদের একটি পবিত্র স্থান। এটি সনাতন ধর্মের ৫২ পিটের এক পিট। ওই দিন নরেন্দ্র মোদি নিজ হাতে কালীপ্রতিমার মাথায় স্বর্ণের ওই মুকুট পরিয়ে দিয়েছিলেন।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, ঘটনাটি জানার পর পুলিশ সুপার মনিরুল ইসলাম ও শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) তাইজুল ইসলাম বলেন, মন্দিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে জড়িত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে।


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages